ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দ. কোরিয়ায় মার্স আক্রান্ত আরও ৭ রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৬, জুন ১৪, ২০১৫
দ. কোরিয়ায় মার্স আক্রান্ত আরও ৭ রোগী শনাক্ত ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ কোরিয়ায় মিডল ইস্ট রেসপাইরেটরি সিনড্রম বা মার্স আক্রান্ত আরও সাত রোগীকে শনাক্ত করা হয়েছে।

এ নিয়ে দেশটিতে মার্স আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৫ জন।

যার মধ্যে ১৪ জন মৃত্যুবরণ করেছেন।

রোববার (১৪ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করে।

এদিকে, দক্ষিণ কোরিয়ায় মার্সের ভয়াবহ প্রাদুর্ভাবের প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার (১৬ জুন) জরুরি বৈঠক ডেকেছে।

শনিবার ১২ জন মার্স আক্রান্ত রোগী শনাক্ত হলে জরুরি বৈঠকের সিদ্ধান্ত নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।