ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ডালাসে পুলিশ হেডকোয়ার্টারে গুলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, জুন ১৩, ২০১৫
ডালাসে পুলিশ হেডকোয়ার্টারে গুলি

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে পুলিশ হেডকোয়ার্টার লক্ষ্য করে একটি সশস্ত্র ভ্যান থেকে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ জুন) টেক্সাস অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ এ শহরে ঘটনাটি ঘটে বলে ডালাস পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার সময় পাল্টা গুলি ছোঁড়ে পুলিশ।

তবে এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যে ভ্যান থেকে গুলি ছোঁড়া হয় সেটিকে তাড়া করে শেষ খবর পাওয়া পর্যন্ত একটি কার পার্কিংয়ে কোনঠাসা করে ফেলেছে পুলিশ।

এদিকে, গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার সময় সশস্ত্র ভ্যান থেকে পুলিশ হেডকোয়ার্টারের সামনে চারটি ব্যাগ ফেলা হয়, যার একটিতে পাইপ বোমা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গুলি ছোঁড়ার কারণ সম্পর্কে এখন পর্যন্ত পরিষ্কার কিছু জানা যায়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ডালাসের পুলিশ প্রধান ডেভিড ব্রাউন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি আরও জানান, গুলির ঘটনায় চারজন জড়িত থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।