ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দিল্লির আইনমন্ত্রী চার দিনের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, জুন ৯, ২০১৫
দিল্লির আইনমন্ত্রী চার দিনের রিমান্ডে

ঢাকা: গ্রেফতার দিল্লির আইনমন্ত্রী ও আম আদমি পার্টি (এএপি) নেতা জিতেন্দর সিং তোমরকে চার দিনের রিমান্ডে প্রেরণ করেছে আদালত।

পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে দিল্লি আদালত এ আদেশ দেন।



মঙ্গলবার (০৯ জুন) সকালে প্রতারণা ও জালিয়াতির মামলায় তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
 
সম্প্রতি নিজের আইনের ডিগ্রি নিয়ে ওঠা অভিযোগের বিরুদ্ধেও লড়ছিলেন জিতেন্দর সিং তোমর।

তোমরের গ্রেফতারের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় সরকারকে দায়ী করে আম আদমি পার্টি জানায়, কোনও নোটিশ ছাড়াই তাকে গ্রেফতার করা হয়েছে।

এএপি’র এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, আমরা আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। প্রয়োজনে উচ্চ আদালতে আপিলে যাবো।
 
চলতি বছরের এপ্রিলে তোমরের বিরুদ্ধে ভুয়া সনদ ব্যবহারের অভিযোগ ওঠার পর থেকেই তার পদত্যাগ দাবি করে আসছিল বিজেপি ও কংগ্রেস।
 
বিহারের তিলকা মানঝি ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের সনদ দাখিল করেছিলেন জিতেন্দর সিং তোমর। কিন্তু তোমরের সনদের কোনও রেকর্ড তাদের কাছে নেই বলে আদালতকে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।