ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, জুন ৮, ২০১৫
সিরিয়ায় বিমান হামলায় নিহত ২০ ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ২০ বেসামরিক লোক নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’য়ের বরাত দিয়ে সোমবার (০৮ জুন) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

দেশটির ইদলিব প্রদেশের আল-জানুদিয়াহ শহরে এ হামলা হয়। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক ওই মানবাধিকার সংস্থা।

এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।