ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভর্তি পরীক্ষায় অসদুপায় বন্ধে ড্রোন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, জুন ৮, ২০১৫
ভর্তি পরীক্ষায় অসদুপায় বন্ধে ড্রোন! ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ভর্তিচ্ছুদের অসদুপায় বন্ধে ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে চীনা কর্তৃপক্ষ।

হেনান প্রদেশের লুয়োয়াং শহরের দু’টি কেন্দ্রে এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ছয় প্রপেলারের ড্রোন ব্যবহার করা হয়েছে বলে সোমবার (০৮ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।



অসদুপায় অবলম্বন করা যায় এমন কোনো ডিভাইস পরীক্ষা চলাকালে ভর্তিচ্ছুদের কাছে থাকলে, তার সংকেত ধরা পড়বে এসব ড্রোনে। তবে রোববারের (০৭ জুন) ভর্তি পরীক্ষায় হেনান প্রদেশে এমন কোনো ডিভাইস সনাক্ত হয়নি বলে সেখানকার প্রাদেশিক ওয়েবসাইটের সংবাদে জানানো হয়।

চীনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য হাইস্কুল গ্রাজুয়েট সকল শিক্ষার্থীকেই ভর্তি পরীক্ষায় অবতির্ন হতে হয়। এ পরীক্ষায় ভর্তিচ্ছুদের অনেকেই অসদুপায় অবলম্বন করে বলে এর আগে খবর প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।