ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দুইশতাধিক যাত্রীসহ নৌকা উদ্ধার করেছে মায়ানমার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫২, মে ২২, ২০১৫
দুইশতাধিক যাত্রীসহ নৌকা উদ্ধার করেছে মায়ানমার

ঢাকা: সাগরে ভাসমান দুই শতাধিক যাত্রীসহ একটি অভিবাসী নৌকা উদ্ধার করে উপকূলে নিয়ে যাওয়ার দাবি করেছে মায়ানমার কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২১ মে) নিজস্ব জলসীমায় টহল দেওয়ার সময় দেশটির নৌবাহিনী ওই অভিবাসীদের উদ্ধার করে বলে জানিয়েছেন দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা তিন মাউং সুই।



সুই জানান, নৌকাটিতে দুইশ’ আটজন অভিবাসী ছিলেন। এর মধ্যে দুইশ’ জন সংখ্যালঘু রোহিঙ্গা।

তিনি জানান, অভিবাসী নৌকাটি থাইল্যান্ডের মালিকানাধীন। সূর্যোদয়ের ঠিক আগ মুহূর্তে নৌকাটিকে উপকূলীয় মুয়াংডো পৌরএলাকায় নিয়ে যাওয়া হয়।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অনুসন্ধান অনুযায়ী, মায়ানমারের মুয়াংডো দিয়েই হাজার হাজার রোহিঙ্গা বঙ্গপোসাগরে ভাগ্যান্বেষণে দেশত্যাগ করে থাকে।

সুই জানান, টহলরত নৌবাহিনীর সদস্যরা দুইটি নৌকা উদ্ধার করে। এর মধ্যে একটি নৌকা খালি ছিল।

মুয়াংডোতে অস্থায়ী ক্যাম্পে ‍উদ্ধার হওয়া অভিবাসীদের খাদ্য ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, মে ২২, ২০১৫/ আপডেটেড: ১৪১০ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।