ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে মানববিহীন মার্কিন বিমান হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, মে ৭, ২০১১
পাকিস্তানে মানববিহীন মার্কিন বিমান হামলায় নিহত ১৫

ইসলামাবাদ: পাকিস্তানে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় শুক্রবার মানববিহীন মার্কিন বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। দেশটির গোয়েন্দা কর্মকর্তারা এ তথ্য জানান।



আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার পর যুক্তরাষ্ট্রের এটাই প্রথম ড্রোন হামলা। গত সোমবার ভোররাতে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে লাদেনকে হত্যা করা হয়।

কর্তৃপক্ষ জানান, উত্তর ওয়াজিরিস্তানের একটি ভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এলাকাটি তালেবান ও আল কায়েদার ঘাঁটি অঞ্চল হিসেবে পরিচিত।

পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর ঘটনায় ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব চলছে। শুক্রবারের হামলার পর উত্তেজনার আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।

শুক্রবার পাকিস্তানজুড়ে মার্কিনবিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্য সহিংসতা ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে দেশটি। বেশ কয়েকটি ইসলামি সংগঠন লাদেনের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছে। এতে যুক্তরাষ্ট্রবিরোধী লড়াইয়ের আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মে ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।