ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নতুন অভিযানে ইয়েমেনে আবারও হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, এপ্রিল ২৩, ২০১৫
নতুন অভিযানে ইয়েমেনে আবারও হামলা

ঢাকা: ইয়েমেনে সন্ত্রাস দমনে নতুন অভিযানের অংশ হিসেবে আবারও বিমান হামলা শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন যৌথবাহিনী।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় রাত ১০টায় নতুন অভিযান ‘রিনিউয়াল অব হোপ’ শুরুর ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যে উপর্যুপরি বিমান হামলা শুরু হয় ইয়েমেনে।



এর আগে শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের দমনে ২৬ মার্চ যৌথবাহিনী ‘অপারেশন ডিসিসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে। প্রায় একমাস চলার পর মঙ্গলবার এ অভিযানের সমাপ্তির কথা জানান বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল-আসিরি।

‘অপারেশন ডিসিসিভ স্টর্ম’ সমাপ্তির ঘোষণার সঙ্গে সঙ্গে ‘অপারেশন রিনিউয়াল অব হোপ’ শুরুর ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টা থেকে নতুন এই অভিযান শুরু হয়।

ইয়েমেনে ১৯ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত গত এক মাসের সহিংসতায় প্রায় সাড়ে নয়শ’ মানুষ নিহত ও সাড়ে তিন হাজার মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।   

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
আরএইচ/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।