ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইথিওপিয়ায় আইএস বিরোধী র‌্যালিতে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১১, এপ্রিল ২৩, ২০১৫
ইথিওপিয়ায় আইএস বিরোধী র‌্যালিতে সংঘর্ষ ছবি: সংগৃহীত

ঢাকা: ইথিওপিয়ায় ‌ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস বিরোধী র‌্যালিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সম্প্রতি লিবিয়ায় প্রায় ত্রিশজন ইথিওপীয় খ্রিস্টানকে হত্যার ভিডিও প্রকাশ করে আইএস।

এরই প্রেক্ষিতে বুধবার (২২ এপ্রিল) রাজধানী আদ্দিস আবাবায় হাজার হাজার মানুষ আইএসের বিরুদ্ধে বিক্ষোভ করে।

সরকারি পৃষ্ঠপোষকতায় র‌্যালি হলেও কয়েকজন বিক্ষোভকারী কর্তৃপক্ষের ওপরই তাদের ক্ষোভ প্রকাশ করে বসে। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায় বিক্ষোভকারীদের।

শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ এসময় টিয়ার গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে। সেই সঙ্গে শতাধিক বিক্ষোভকারীকে আটকও করা হয়।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
আরএইচ/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।