ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে আবারো নৌকাডুবি, শতাধিক নিহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, এপ্রিল ১৯, ২০১৫
ভূমধ্যসাগরে আবারো নৌকাডুবি, শতাধিক নিহতের আশঙ্কা ছবি: সংগৃহীত

ঢাকা: ভূমধ্যসাগরে আবারো অভিবাসীদের বহনকারী এক নৌকা ডুবির ঘটনায় শতাধিক নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

রোববার (১৯ এপ্রিল) স্থানীয় সময় মধ্যরাতে লিবিয়ার জলসীমায় প্রায় সাতশ’ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে সংবাদ সংস্থা টাইমস অব মাল্টা।



সংবাদে জানানো হয়, ইতালীয় পেলাগি দ্বীপপুঞ্জের লামপেডুসা থেকে প্রায় একশ’ ২০ মাইল দক্ষিণে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

ঘটনার খবর পাওয়ামাত্র ইতালীয় জাহাজ ও মাল্টার নৌবাহিনী সেখানে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ২৮ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এর আগে গত মঙ্গলবারও (১৪ এপ্রিল) ভূমধ্যসাগরে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৪০০ জন প্রাণ হারান।

নৌকাটিতে প্রায় ৫৫০ জন যাত্রী ছিল। লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসার ২৪ ঘণ্টার মধ্যে নৌকাটি ডুবে যাওয়ার  পর মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে দক্ষিণ ইতালি থেকে ১৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।