ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে পাহাড়ি পাথরের আঘাতে ৭ পর্যটক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, মার্চ ১৯, ২০১৫
চীনে পাহাড়ি পাথরের আঘাতে ৭ পর্যটক নিহত

ঢাকা: চীনের দক্ষিণাঞ্চলে স্বায়ত্তশাসিত গুয়াংজি জুয়াং এলাকায় গড়িয়ে পড়া পাহাড়ি পাথরের আঘাতে সাত পর্যটক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) গুইলিন শহরে ডিয়েসাই পাহাড়ের পাদদেশে বেশ কয়েকজন পর্যটক নৌকায় ভ্রমণ করছিলেন।

এ সময় হঠাৎ বিশাল আকারের একটি পাথর গড়িয়ে এসে আঘাত করলে সাতজনের মৃত্যু হয়। চীনা রেডিও ইন্টারন্যাশনালের (সিআরআই) বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

সিআরআইয়ের ওয়েবসাইটে জানানো হয়, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় চার পর্যটকের। সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে চারজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাকি তিনজনের।

এদিকে চীনা সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, এ দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো ১১ পর্যটক।

তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া আহতের কোনো সংখ্যা উল্লেখ না করে জানিয়েছে, আহতদের গুইলিনের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চীনের গুইলিন এলাকা চুনাপাথরের পাহাড় ও গহ্বরের জন্য বেশ পরিচিত। বিশেষ করে, এই অঞ্চলের ভাঁজপড়া নকশী পাহাড় ডিয়েসাই পৃথিবীব্যাপী পরিচিত।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।