ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকার মন্ত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, মার্চ ১৫, ২০১৫
সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকার মন্ত্রীর মৃত্যু কলিন্স শাবানি / ছবি : সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার পাবলিক সার্ভিস ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী কলিন্স শাবানি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) সকালে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা।



নিহত কলিন্স দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কার্যালয়ের মন্ত্রী ও ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেছেন, আমার ক্যাবিনেটের একজন মার্জিত ও নির্ভরযোগ্য সদস্যের অকাল প্রয়াণে আমি আসলেই মর্মাহত।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।