ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মার্কিন ‘হামলা’ ঠেকাতে ভেনেজুয়েলার সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, মার্চ ১৫, ২০১৫
মার্কিন ‘হামলা’ ঠেকাতে ভেনেজুয়েলার সামরিক মহড়া

ঢাকা: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘হামলা’ মোকাবেলায় সামরিক মহড়া চালাচ্ছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা।

শনিবার (১৪ মার্চ) রাজধানী কারাকাসসহ দেশজুড়ে শুরু হওয়া ১০ দিনব্যাপী এই মহড়ায় দেশটির ৮০ হাজার সেনা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ২০ হাজার সমর্থক অংশ নিচ্ছেন।



সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ভেনেজুয়েলাকে তার দেশের নিরাপত্তার জন্য হুমকি বলে আখ্যা দেন। সেইসঙ্গে কারাকাসের সাত কর্তাব্যক্তির ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেন তিনি।

ওয়াশিংটনের এ ধরনের পদক্ষেপের কারণে ভেনেজুয়েলায় হয়তো যেকোনো সময় মার্কিন অভিযান শুরু হতে পারে বলে আশঙ্কা করছে কারাকাস। এই আশঙ্কা থেকেই সম্ভাব্য হুমকি প্রতিহত করতে সামরিক মহড়া শুরু করেছে তারা।

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির প্যাদ্রিনো বলেন, যুক্তরাষ্ট্র ‌আমাদের ‘হুমকি’ বলে ঘোষণা দিয়েছে। এর অর্থ, আমাদেরও বিপদ ঘনিয়ে আসছে। কাজেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে সাংবিধানিকভাবেই আমাদের ন্যাশনাল বলিভারিয়ান আর্মড ফোর্সেস (এফএএনবি) ব্যবহার করতে হবে।

অবশ্য, বিরোধীদলীয় নেতারা এই মহড়াকে সরকারের ‘প্রহসন’ বলেই আখ্যা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।