ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ার তেলসমৃদ্ধ শহর বিদ্রোহীদের পুনর্দখল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, এপ্রিল ২, ২০১১
লিবিয়ার তেলসমৃদ্ধ শহর বিদ্রোহীদের পুনর্দখল

ব্রাগবো: লিবিয়ায় শনিবারও কর্নেল গাদ্দাফির বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ অব্যাহত ছিলো। এতে আবারও দেশটির তেলসমৃদ্ধ ব্রাগবো শহর পুনর্দখলের দাবি করেছেন বিদ্রোহীরা।



তাৎক্ষণিকভাবে এ দাবির সত্যতা পাওয়া না গেলেও আজবাদিয়া এবং ব্রেগার মধ্যবর্তী রাস্তায় গাদ্দাফির অনুগত বাহিনীর সাতজন সদস্যের মৃতদেহ এবং ১০টি জলন্ত ট্রাক পড়ে থাকতে দেখা যায় বলে ঘটনাস্থলে থাকা এক প্রতিনিধি জানান।

রাতব্যাপী ন্যাটোর বিমান হামলার কারণে এসব ট্রাক এবং গাড়িবহর বিধ্বস্ত হয়।

শনিবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তবে ন্যাটোর বিমান হামলা ছাড়া আর কোনো শব্দ পাওয়া যায়নি। তবে বিদ্রোহীরা শহরটি পনুর্দখল করেছে বলে বেশ কিছু বাসিন্দা জানান।

প্রথমে বিদ্রোহীদের হামলায় পিছু হঠতে বাধ্য হওয়া গাদ্দাফি বাহিনী আবারও অগ্রসর হলে গত কয়েকদিন ধরে ত্রিপোলি থেকে ৮০০ কিলোমিটার পূর্বের ব্রেগা শহরে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়।

তবে কোন পক্ষ বাস্তবিক অর্থে শহরটি দখল করেছে এ বিষয়ে বৃহস্পতিবার পর্যন্তও সঠিক তথ্য জানা যায়নি।

এদিকে ৮০ কিলোমিটার পূর্বের আজদাবিয়ায় বিদ্রোহীরা আবারও পুনর্গঠিত হচ্ছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘন্টা, এপ্রিল ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।