ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ায় গাদ্দাফির ধ্বংসাত্মক হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র : ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪২, মার্চ ২৯, ২০১১
লিবিয়ায় গাদ্দাফির ধ্বংসাত্মক হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র : ওবামা

ওয়াশিংটন: লিবিয়ায়, জোট বাহিনীর সামরকি অভিযান চালানোর মাধ্যমে গাদ্দাফির  ধ্বংসাত্মক, নৃশংস হামলা বন্ধ করা হয়েছে বলে সোমবার উল্লেখ করেন মার্কিন প্রসেডিন্টে বারাক ওবামা । জনগণের কাছে  যুক্তরাষ্ট্ররের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন,  ইরাকের পরিস্থিতি লিবিয়ায় তৈরি হবে এটা যুক্তরাষ্ট্র চায় না।

খবর এএফপির।

সোমবার সন্ধ্যায় ওয়াশিংটনের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে জাতির সামনে সরাসরি গণমাধ্যমে সম্প্রচারতি বক্তব্যে ওবামা বলেন, কৌশলগত ও নৈতিক দায়বদ্ধতা থেকে যুক্তরাষ্ট্র এ যুদ্ধে সাড়া দিয়েছে। বুধবার লিবিয়ায় সামরকি অভিযান পরিচালনার পূর্ণ নেতৃত্ব ন্যাটো গ্রহন করবে বলেও জানান তিনি।  

ওবামা বক্তব্যে গতসপ্তাহে লিবিয়ায় দ্রুত সামরকি হামলা অনুমোদনের যৌক্তিকতা তুলে ধরে বলেন, অপক্ষোর পরিণতি ভয়াবহ হতে পারত।

তিনি বলেন, লিবিয়ার স্বৈর শাসক মুয়াম্মার গাদ্দাফি বিক্ষোভকারীদের দমনে যে গণহত্যা শুরু করছেন তার হামলা থেকে জনগণকে রক্ষায় অভিযান ছাড়া অন্য পথ ছিল  না।

ওবামা বলেন, গাদ্দাফি তার দেশের জনগণের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে, সাধারন জনগনকে ইদুরের সঙ্গে তুলনা করেন এই স্বৈর শাসক।

তবে, লিবিয়ায় গাদ্দাফির পতন ছাড়া অন্য কেনো সমাধান সম্ভব নয় বলে উল্লেখ করনে ওবামা।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ২৯,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।