প্রত্যন্ত অঞ্চলে পর্যটন বাড়াতে আগামী দুই বছরের জন্য হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ দেবে নেপাল।
দেশটির পর্যটন বিভাগ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে অজানা ও কম পরিচিত পর্যটনস্থলগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে।
এক দশকের মধ্যে এবার প্রথম আরোহণের জন্য পারমিট ফি ১৫ হাজার ডলার (১১ হাজার ১৭০ পাউন্ড) বৃদ্ধি হবে, যা সেপ্টেম্বরে কার্যকর হবে।
বিশ্বের ১০টি উচ্চতম পর্বতের মধ্যে নেপালেই আটটি পর্বত অবস্থিত। গত বছর আরোহণ ফি বাবদ ৫৯ লাখ ডলার আয় করেছে নেপাল, যার তিন-চতুর্থাংশেরও বেশি এভারেস্ট থেকে এসেছে।
নেপালের কর্ণালি এবং সুদূর পশ্চিম প্রদেশে অবস্থিত শৃঙ্গের জন্য ফি মওকুফ করা হবে সেসব শৃঙ্গের উচ্চতা পাঁচ হাজার ৯৭০ মিটার ৯৭০ মিটার থেকে সাত হাজার ১৩২ মিটারের মধ্যে। দুটি অঞ্চলই নেপালের অন্যতম দরিদ্র ও স্বল্পোন্নত প্রদেশগুলো।
নেপালের পর্যটন বিভাগের পরিচালক হিমাল গৌতম বলেন, মনোমুগ্ধকর সৌন্দর্য সত্ত্বেও এসব চূড়ায় পর্যটক এবং পর্বতারোহীদের সংখ্যা খুবই কম। এমনকি এখানে যাওয়াও খুব কঠিন। আমরা আশা করি, নতুন বিধানটি সাহায্য করবে।
আরএইচ