ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ভার্চ্যুয়াল বৈঠকে বসছেন জেলেনস্কি-ট্রাম্প 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, আগস্ট ১৩, ২০২৫
ভার্চ্যুয়াল বৈঠকে বসছেন জেলেনস্কি-ট্রাম্প 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করবেন। বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জেলেনস্কি ইউরোপীয় নেতাদের সঙ্গেও বৈঠকে বসছেন।

এই বৈঠক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কায় শুক্রবার নির্ধারিত শীর্ষ বৈঠকের আগে অনুষ্ঠিত হচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠক হবে ওয়ান-অন-ওয়ান।

এদিকে জেলেনস্কি বলেছেন, ইউক্রেন কোনোভাবেই দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার বিনিময়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি নয়। তার সতর্কবার্তা—এ ধরনের সমঝোতা ভবিষ্যতে নতুন হামলার জন্য মঞ্চ তৈরি করতে পারে।

ট্রাম্প বলেছেন, যেকোনো শান্তি চুক্তিতে কিছু অঞ্চল বিনিময় অন্তর্ভুক্ত থাকবে। ধারণা করা হচ্ছে, পুতিনের একটি দাবি হবে—কিয়েভ যেন দনবাসের বাকি অংশ রাশিয়ার হাতে তুলে দেয়।

বর্তমানে রাশিয়া ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণ করছে। তবে পুতিন ট্রাম্পের সঙ্গে বৈঠকে কী কী দাবি তুলতে পারেন, তার কোনো আনুষ্ঠানিক বিবরণ এখনও প্রকাশিত হয়নি।

কূটনৈতিক আলোচনা চলমান থাকলেও যুদ্ধ থামেনি। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতে ৪৯টি ড্রোন ইউক্রেনের দিকে নিক্ষেপ করেছে।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, খেরসন অঞ্চলে আবাসিক ভবনে হামলায় একজন নিহত হয়েছেন।

দোনেৎস্ক শহরের কোস্তিয়ান্তিনিভকায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন এবং ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দোনেৎস্কের গভর্নর ভাদিম ফিলাশকিন জানিয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাশিয়া দোনেৎস্ক অঞ্চলের বিভিন্ন বসতিতে ৩০ বার গোলাবর্ষণ করেছে।

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, তারা রাশিয়ার ভেতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে উনেচা তেল পাম্পিং স্টেশন।

রাশিয়ার বিমান বাহিনী বলেছে, আজ সকালে বেলগোরদ এলাকার দিকে ছোড়া ইউক্রেনের ১৭টি ড্রোন গুলি করে নামানো হয়েছে এবং রাতে ৪৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।

আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।