ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৭, জুন ১১, ২০১০

বাগদাদ: ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ অঞ্চলের একটি মার্কেটে আবর্জনার স্তুপে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে আজ শুক্রবার সকালে তিন জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।   খবর এপি’র।



এদিকে, গতকাল বৃহস্পতিবার বিকালের গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে পৌঁছেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান। ইরাকি সেনাবাহিনী ও সরকার-সমর্থিত জঙ্গি-বিরোধী সদস্যদের প্রতি লক্ষ্য করে ওই গাড়ি বোমা হামলা চালানো হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৩৩ ঘণ্টা, জুন ১১, ২০১০
এনজে/আরআর/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।