ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পোশোয়ারে শক্তিশালী বোমা বিস্ফোরণ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, সেপ্টেম্বর ২৩, ২০১৪
পোশোয়ারে শক্তিশালী বোমা বিস্ফোরণ, নিহত ৩ ছবি : সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের পেশোয়ারে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে তিন ব্যক্ত নিহত হয়েছ। যার মধ্যে একজন নারী রয়েছেন।

এছাড়া আহত হয়েছে আরও কমপক্ষে ১৩ জন।

জানা যায়, পেশোয়ারে রেল স্টেশনের সামনে এ বোমা বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় পার্শবর্তী কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। বর্তমানে পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিস্ফোরণ স্থান ঘিরে রেখেছে।

আরও জানা যায়, বিস্ফোরণের মাত্রা এতই তীব্র ছিল যে পাশ্ববর্তী বাড়ির জালানা দুমড়ে মুচরে গেছে।

পেশোয়ার পুলিশ প্রধান জানিয়েছে, একটি কারে বোমটি রাখা ছিল। এ বোমায় কমপক্ষে ৪৫ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়।

নিহত ও আহতদের পাশ্ববর্তী লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।