ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে ৫ বছরে ২ হাজার কোটি ডলার বিনিয়োগ চীনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, সেপ্টেম্বর ১৮, ২০১৪
ভারতে ৫ বছরে ২ হাজার কোটি ডলার বিনিয়োগ চীনের

ঢাকা: আগামী পাঁচ বছরে ভারতের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন খাতে প্রায় দুই হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



বৈঠক সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুই প্রতিবেশী দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের মধ্যকার বৈঠকে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়। বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতামূলক ওই চুক্তির ‍আওতায় চীন পাঁচ বছর ধরে ভারতে এ বিনিয়োগ করবে।

বৈঠক শেষে মোদী জানান, ভারত ও চীন বেসামরিক পর্যায়ে শিগগির পারমাণবিক সহযোগিতা সংলাপ শুরু করবে। এই উদ্যোগ জ্বালানি সহযোগিতাকে নতুন উচ্চতায় পৌঁছুবে।

মোদী বলেন, চীন আগামী পাঁচ বছরে ভারতে দুই হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে।

এছাড়া, ভারতে দু’টি চীনা শিল্পপার্ক নির্মাণের ব্যাপারেও চুক্তি সই হয়েছে জিনপিং-মোদী বৈঠকে।

এর আগে, বুধবার ভারতীয় ও চীনা কোম্পানিগুলো প্রায় চারশ’ কোটি মার্কিন ডলার মূল্যমানের ২৪টি চুক্তিতে সই করে।

বৃহস্পতিবার স্বাক্ষরিত হয় কৈলাশ মানসরোবরমুখী নতুন তীর্থযাত্রা সড়ক নির্মাণ সংক্রান্ত একটি চুক্তি, বাণিজ্য উন্নয়ন বিষয়ক দু’টি চুক্তি, অডিও-ভিডিও কো-প্রোডাকশন বিষয়ক একটি চুক্তি, ওষুধ প্রশাসন বিষয়ক একটি চুক্তি এবং দু’দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আদান-প্রদান বিষয়ক একটি চুক্তি।

এছাড়া, চীনা প্রেসিডেন্ট ও ভারতীয় প্রধানমন্ত্রীর মধ্যকার বৈঠকে দু’টি সমঝোতা স্মারকও স্বাক্ষর হয় বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।