ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়ায় বিবিসি কর্মীদের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, সেপ্টেম্বর ১৮, ২০১৪
রাশিয়ায় বিবিসি কর্মীদের ওপর হামলা

ঢাকা: রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর আস্ত্রাখানে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসির একটি প্রতিনিধি দলের ওপর হামলা চালানো হয়েছে।

ইউক্রেন সীমান্তের কাছে এক রাশিয়ান সার্ভিসম্যান নিহত হওয়ার খবর সংগ্রহ করতে গেলে তাদের ওপর এ হামলা চালানো হয়।



হামলার শিকার প্রতিনিধি স্টিভ রোজেনবার্গ জানান, তারা যখন শহরের একটি ক্যাফে থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাবেন তখনই তিন ব্যক্তি হন্তদন্ত হয়ে তাদের মারতে তেড়ে আসেন।

বিবিসিকর্মীদের মারধর করে ওই হামলাকারীরা ক্যামেরা ভাঙচুর চালায় এবং সেটি রাস্তায় ফেলে দেয় বলেও জানান রোজেনবার্গ।

তিনি বলেন, ‘হামলাকারীরা আমাদের মারধর করে ক্যামেরা নিয়ে একটি দ্রুতগামী গাড়িতে চড়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। ‘

এ সময় বিবিসির ক্যামেরাপারসনকেই বেশি মারধর করা হয় বলে জানান রোজেনবার্গ।

তবে, হামলার শিকার সংবাদ মাধ্যমটির কর্মীরা বর্তমানে নিরাপদ এবং মস্কোতে ফিরে এসেছেন বলে জানান তিনি।

বিবিসি প্রতিনিধি বলেন, ‘হামলার শিকার হলেও আমাদেরই চার ঘণ্টারও বেশি সময় স্থানীয় পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হয়। ’

কারা এই হামলা চালিয়েছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং রাশিয়া কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে কিনা তা-ও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।