ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কুমির ভর্তি পুকুরে ঝাঁপিয়ে আত্মহত্যা !

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, সেপ্টেম্বর ১৭, ২০১৪
কুমির ভর্তি পুকুরে ঝাঁপিয়ে আত্মহত্যা ! ছবি : সংগৃহীত

ঢাকা: আত্মহত্যার বিবিধ উপায় নির্দেশ করে গেছেন এ পথের অগ্রপথিকরা। তবে নিজেকে কুমিরের খোরাক বানিয়ে আত্মহত্যার উপায়টি একটু নজিরবিহীনই বটে!

সম্প্রতি ব্যাংককের অদূরে একটি কুমিরের খামারে এমন হৃদয়বিদারক কাণ্ড ঘটান ৬৫ বছর বয়সী এক থাই নারী।



বিশ্বের সবচেয়ে বড় কুমিরের খামার হিসেবে পরিচিত ‘সামুট প্রাকার্ন ক্রোকোডাইল ফার্ম ‍অ্যান্ড জু’। খামারটিতে রয়েছে এক লাখেরও বেশি কুমির। গত শুক্রবার

খামারের একটি কুমির ভর্তি পুকুরে ঝাঁপিয়ে পড়েন ওয়ানপেন ইনাই নামের ওই নারী। বুধবার বিষয় প্রকাশ পায় ব্রিটেনের দি টেলিগ্রাফ সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমির রাখার পুকুরের পাশে অবস্থিত ওয়াকওয়ে থেকে পুকুরে ঝাঁপ দেন ইনাই। এর আগে ইনাই তার জুতা পুকুরের মাঝখানে ছুঁড়ে মারেন।   টের পেয়ে খামারের কর্মচারীরা ইনাইকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে ক্ষুধার্ত কুমিরের গ্রাসে পরিণত হন তিনি।

ইনাইয়ের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে অসুস্থ ইনাই ইদানীং বিষণ্ন সময় কাটাচ্ছিলেন।

তবে আচমকা এই আত্মহত্যার ঘটনায় বেশ বিপাকে খামারটির মালিক উথেন ইয়াংপ্রাপাকর্ন। জানিয়েছেন, এ ঘটনার পরে খামারে অতিরিক্ত বেড়া লাগানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।