ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কঠোর পরিশ্রম করো-ঘাম ঝরাও, সাফল্য আসবেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, সেপ্টেম্বর ৫, ২০১৪
কঠোর পরিশ্রম করো-ঘাম ঝরাও, সাফল্য আসবেই নরেন্দ্র মোদী

ঢাকা: শিক্ষার্থীদের ঘাম ঝরানো কঠোর পরিশ্রমের উপদেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার শিক্ষক দিবসে দিল্লির বিজ্ঞান ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে হাজারো শিক্ষার্থীর উদ্দেশে এ উপদেশ দেন তিনি।

দিল্লিতে বক্তব্য রাখলেও মোদীর বক্তব্য কনফারেন্সের মাধ্যমে মুম্বাই, মধ্যপ্রদেশ, পাটনা, পুনে ও বদনগরসহ বেশ কিছু রাজ্যের শহরে এ ভাষণ প্রচারিত হচ্ছে। প্রধানমন্ত্রীর ভাষণ শুনছেন ভারতের ১২ হাজার ৫০০টি স্কুলের ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী।

মোদী তার বক্তব্যে বলেন, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, হৃদয় মন দিয়ে খেলতে হবে, ঘাম ঝরাতে হবে। তবেই সাফল্য অবশ্যম্ভাবী।

ভাষণের শুরুতেই শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে মোদী বলেন, আমার সৌভাগ্য যে ভারতের ভবিষ্যৎ কর্ণধারদের সঙ্গে কথা বলতে পারছি।

তিনি বলেন, আমাদের অনেক ভালো শিক্ষকের প্রয়োজন রয়েছে, কেবল আমাদেরই নয়, গোটা বিশ্বেরই এখন ভালো শিক্ষক প্রয়োজন। আমাদের শিক্ষার্থীরা কি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতে পারেন না।

মোদী বলেন, জাপানের সবগুলো স্কুলে শিক্ষক-শিক্ষার্থীরা তাদের স্কুল নিজেরাই পরিচ্ছন্ন করেন। আমরাও কি এমন রেওয়াজ চালু করতে পারি না।

তিনি রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সপ্তাহে আপনারা একটি দিন কোনো স্কুলে গিয়ে ক্লাস নিয়ে আসুন, শিক্ষার্থীদের স্বপ্ন দেখান, অভিজ্ঞতা বিনিময় করুন।

শিক্ষার্থীরা যেন প্রযুক্তির আশীর্বাদ-বঞ্চিত না হয় সেজন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতিও আহ্বান জানান মোদী। তিনি বলেন, এখন প্রযুক্তির যুগ চলছে। আমাদের প্রচেষ্টা থাকবে যেন শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির আশীর্বাদে নিজেদের বিকশিত করতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।