ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে আরো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, সেপ্টেম্বর ৩, ২০১৪
ইরাকে আরো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ঢাকা: আইএস জঙ্গিদের সম্ভাব্য হামলা থেকে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস রক্ষায় আরও সাড়ে তিনশ’ সেনা সেনা পাঠানোর আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

পেন্টাগন প্রেস সেক্রেটারি রিয়ার এডমিরাল জন কিরবি বুধবার আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, নতুন সেনা পাঠানোর পর ইরাকে মার্কিন কূটনীতিকদের নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৮২০ জনে।



পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের ইরাকে পাঠানোর বিষয়টিও ওবামা প্রশাসন চিন্তা ভাবনা করছে বলে মঙ্গলবার এ বিবৃতিতে জানায় হোয়াইট হাউজ।

এদিকে মঙ্গলবার বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার উদ্দেশ্যে ওয়াশিংটন ছেড়েছেন ওবামা। সেখান থেকে তিনি ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো সম্মেলনে যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।