ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

‘গণমাধ্যম কর্মীদের উপর কোনো ‍হামলা নয়’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, সেপ্টেম্বর ২, ২০১৪
‘গণমাধ্যম কর্মীদের উপর  কোনো ‍হামলা নয়’ ছবি: সংগৃহীত

ঢাকা: গণমাধ্যম কর্মীদের উপর হামলা না করতে পুলিকে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) তাহির আলম।

মঙ্গলবার ইসলামাবাদের মারগালা রোডে পুলিশকে নির্দেশনা দেওয়ার সময় তিনি এ নির্দেশ দেন।



তাহির আলম বলেন, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া উচিত হবে না। এমনকি তারা যদি পুলিশের বিরুদ্ধে কোনো নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করে তার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।