ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে বিদ্রোহীদের হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, সেপ্টেম্বর ১, ২০১৪
পাকিস্তানে বিদ্রোহীদের হামলায় নিহত ৩ ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামাবাদে আন্দোলনরত পাকিস্তান তেহরেক-আই-ইনসাফ (পিটিআই) এবং পাকিস্তান আওয়ামী তেহেরেক (পিএটি) দলের হামলায় কমপক্ষে তিনজন মারা গেছেন।

একই ঘটনায় শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো।



সংবাদ মাধ্যম ডন’র প্রতিবেদনে বলা হয়, নেওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে বিদ্রোহীরা পুলিশ লাইনে হামলা চালায়। তাদের প্রস্তুতি ছিল পুলিশ লাইন ধ্বংস করে দেওয়া। ৎ

আরো বলা হয়, এই হামলার মধ্য দিয়ে বোঝা যায় ইমরান খান এবং তাহিরুল কাদরী উভয়ই তাদের সমর্থকদের সহিংসতায় জড়াতে উৎসাহ দিচ্ছেন। যদিও সরকারের পক্ষ থেকে সমঝোতার কথা বলা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।