ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে পিটিভি কার্যালয়ে হামলা, সম্প্রচার বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, সেপ্টেম্বর ১, ২০১৪
পাকিস্তানে পিটিভি কার্যালয়ে হামলা, সম্প্রচার বন্ধ

ঢাকা: ইসলামাবাদ থেকে উর্দু এবং ইংরেজি ভাষায় সম্প্রচারিত রাষ্ট্রীয় গণমাধ্যম পাকিস্তানের টেলিভিশন (পিটিভি) কার্যালয়ে হামলা চালিয়েছে সরকার বিরোধী বিদ্রোহীরা। ফলে তাৎক্ষণিকভাবে টিভিটির সম্প্রচার বন্ধ রাখা হয়েছে।



সোমবার দেশটির অন্যান্য সংবাদ মাধ্যমগুলোর সরাসরি প্রচারিত ফুটেজে দেখানো হয়, এক দল বিদ্রোহী ভবনের প্রবেশ দ্বার ভেঙে ভেতরে গিয়ে আসবাবপত্র এবং যন্ত্রপাতি ভেঙে ফেলে।
 
পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের পদত্যাগ দাবিতে গত ১৫ আগস্ট থেকে ইমরান খান এবং তাহির উল কাদরীর কয়েক হাজার সমর্থকরা আন্দোলন করে আসছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।