ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, সেপ্টেম্বর ১, ২০১৪
ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়ার

ঢাকা: ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে রাশিয়া।

সোমবার দুই দেশের মধ্যে আলোচনায় যুদ্ধবিরতির প্রস্তাবকে প্রাধান্য দেয়ার আহবান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরব।



সের্গেই লেভরব জানান, বেসামরিক লোকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে ইউক্রেনের সেনাদের অবশ্যই তাদের অবস্থান ত্যাগ করতে হবে।

ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা সোমবার বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সাথে বেলারুসের রাজধানী মিনস্কে আলোচনায় বসছে।

বৈঠকের প্রাক্কালে সের্গেই লেভরব যুদ্ধবিরতির এ আহবান জানিয়েছেন।

গত এপ্রিলে শুরু হওয়া পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী ও সরকারী বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধে অন্তত ২ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫, সেপ্টেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।