ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

প্যারিসে ভবন চাপা পড়ে নিহত দুই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৪, আগস্ট ৩১, ২০১৪
প্যারিসে ভবন চাপা পড়ে নিহত দুই ছবি: সংগৃহীত

ঢাকা: প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরতলীতে একটি চারতলা ভবন ধসে নিহত হয়েছেন দুই জন। নিহতদের একজন শিশু এবং অপর জন বৃদ্ধ।

এছাড়া আরও ছয়জন ভবনটির নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

গ্যাস বিস্ফোরণের কারণে রোববার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভবন থেকে জীবিত আরও দশজনকে উদ্ধার করা হয়।

এদিকে দুর্ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী বার্ণার্ড সেজেনেভ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ২২৫৪, আগস্ট ৩১, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।