ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

অভ্যুত্থানের ভয়ে লেসেথোর প্রধানমন্ত্রীর পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, আগস্ট ৩০, ২০১৪
অভ্যুত্থানের ভয়ে লেসেথোর প্রধানমন্ত্রীর পলায়ন ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ লেসেথোর প্রধানমন্ত্রী থমাস থাবানে দক্ষিণ আফ্রিকাতে পালিয়ে গেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, সেনা অভ্যুত্থানের ভয়ে তিনি দেশত্যাগ করেছেন।

তিনি নিজের জীবন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।

সংবাদসংস্থা বিবিসির কাছে থমাস থাবানে বলেন, তিনি তখনই নিজ দেশে ফিরে যাবেন যখন নিশ্চিত হবেন তার মৃত্যুর ভয় নেই।

এদিকে সেনাবাহিনী সরকারি স্থাপনা দখলের পর রাজধানী মাসেরুতে এখন শান্তিবস্থা বিরাজ করছে। তবে দেশটির সেনাবাহিনী অভ্যুত্থানের অভিযোগ অস্বীকার করেছে।     

এর আগে লেসেথোর সেনাবাহিনী ক্যু’র উদ্দেশে দেশটির পুলিশ সদরদপ্তর দখলে নেয়।

লেসেথোর ক্রীড়ামন্ত্রী থেসেলে মেসেরিবেইন শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, সেনাবাহিনী দেশটির সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে রেখেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, মাসেরুতে বন্দুক যুদ্ধ হয়েছে এবং সেখানে বর্তমানে রেডিও ও টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ভৌগোলিকভাবে স্থলবেষ্টিত লেসেথোর চারপাশে দক্ষিণ আফ্রিকা।

২০১২ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয় লাভের করার পর থমাস থাবানে লেসেথোর জোট সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন।

কিন্তু কোয়ালিশন সরকারের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তিনি গত জুনে দেশটির পার্লামেন্ট স্থগিত করেছেন।

১৯৬৬ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর লেসেথোয় বেশ কয়েকবার সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়।

বাংলাদেশ সময়: ২০৩২, আগস্ট ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।