ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সেনেগালেও ইবোলা আক্রান্ত রোগী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, আগস্ট ২৯, ২০১৪
সেনেগালেও ইবোলা আক্রান্ত রোগী

ঢাকা: এবার পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালেও পাওয়া গেল মরণঘাতী ইবোলা আক্রান্ত রোগী। তবে আক্রান্ত ব্যক্তি গিনির নাগরিক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।



শুক্রবার এক বিবৃতিতে সেনেগালের স্বাস্থ্যমন্ত্রী আওয়া মারিয়া কোল সেক বলেন, গিনির ওই নাগরিক সেনেগালে ভ্রমণে এসেছিলেন। খবর: দ্যা ওয়াশিংটন পোস্ট

সেনেগালের এই ঘোষণা এমন একটি সময়ে আসলো যখন জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, ইবোলা ভাইরাস নিয়ন্ত্রণে আসার আগেই অন্তত ২০ হাজার মানুষ আক্রান্ত হতে পারে।

এর আগে ইবোলা ভাইরাসে আক্রান্ত দেশের তালিকায় গিনি, লাইবেরিয়া, সিয়েরা লিওন, নাইজেরিয়ার নাম আসলে এবারই প্রথম সেনেগালের নাম আসলো।

হু এর তথ্য মতে, ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক হাজার ৫৫২ জন মারা গেছেন। এছাড়াও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৩ হাজার ৭০ জন।

তবে প্রকৃত সংখ্যা এর থেকে বেশি বলে অভিমত জাতিসংঘের এই অঙ্গ প্রতিষ্ঠানের।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।