ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আইএসের ভারতীয় তরুণ যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, আগস্ট ২৭, ২০১৪
আইএসের ভারতীয় তরুণ যোদ্ধা নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়া ও ইরাকে যুদ্ধরত জঙ্গি সংগঠন আইএসআইএসের এক ভারতীয় তরুণ যোদ্ধা প্রাণ হারিয়েছে।

আরজিব মজিদ নামে এই তরুণ সম্মুখ লড়াইয়ে নিহত হয়েছেন বলে মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।



সংবাদ মাধ্যমগুলো জানায়, মহারাষ্ট্র প্রদেশের কল্যাণ অঞ্চলের মজিদ আরও তিন ভারতীয় যুবকের সঙ্গে আইএসআইএসের ইরাক শাখায় যোগ দেন।

মজিদের ভারতীয় সহযোদ্ধা সাহিম মঙ্গলবার পরিবার ও স্বজনদের কাছে তার প্রাণহানির খবর পৌঁছে দেন।

মজিদ মুম্বাইয়ের একটি কলেজের প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কল্যাণ অঞ্চলের স্থানীয় চিকিৎসক ইজাজ মজিদের ছেলে।

বাংলাদেশ সময়: ১৯০৯, আগস্ট ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।