ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বিশ্বের সর্বোচ্চ রেলসেতু নির্মাণে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, আগস্ট ১৪, ২০১৪
বিশ্বের সর্বোচ্চ রেলসেতু নির্মাণে ভারত

ঢাকা: বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু নির্মিত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরে। রাজ্যের নানি এলাকায় ৪৬৩ ফুট উঁচু এই গার্ডার ব্রিজটি নির্মাণে কাজ শুরু করেছে দ্য নর্থওয়েস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে’র (এনএফআর) কনস্ট্রাকশন অর্গানাইজেশন।



সমুদ্র পৃষ্ঠের চেয়ে ৭৮০ মিটার উঁচুর রাজ্য মনিপুরের রাজধানী ইম্পলের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী ১২৫ কিলোমিটার জিরিবাম-তুপুল রেললাইনের অংশ হিসেবে ব্রিজটি নির্মিত হচ্ছে। রেলওয়ে লাইনটি হিমালয় পর্বতের পূর্বাঞ্চলীয় পাদদেশ পাতকাইয়ের উঁচু-নিচু-বাকা-সরু পাহাড়ি এলাকায় তৈরি হচ্ছে।

এনএফআরের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা ড. বোড়াহ বলেন, এই সেতুর পিলারগুলো ১৪১ মিটারেরও (৪৬৩ ফুট প্রায়) বেশি উঁচু। পিলারের উচ্চতা বিবেচনায় হোক আর উঁচু এলাকা বিবেচনায় হোক-সব দিক থেকে এটিই সবচেয়ে উঁচু রেলসেতু হতে চলেছে।

এর আগে, ১৩৯ মিটার (৪৫৬ ফুট প্রায়) উঁচু পিলার দিয়ে নির্মিত ইউরোপের বেলগ্রেড-বার রেলসেতুই বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু হিসেবে বিবেচিত ছিল।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।