ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মডেল ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, জুলাই ২৪, ২০১৪
ভারতে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মডেল ধর্ষণের অভিযোগ প্রতীকী

ঢাকা: মুম্বাইয়ের সিনিয়র আইপিএস অফিসার সুনীল পারেসকর কর্তৃক এক নারী মডেলকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বুধবার রাতে ওই নারী মডেল এ সংশ্লিষ্ট তার আনুষ্ঠানিক অভিযোগপত্র (এফআইআর) দায়ের করেন।



অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, সুনীল পারেসকর তাকে এক আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেছেন।

জানা যায়, ২০১৩ সালে সুনীল পারেসকর যখন অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন তখন তিনি ওই নারী মডেলকে একাধিকবার শারীরিকভাবে নির্যাতন করেন।

ভারতীয় পুলিশ কমিশনার রাকেশ মিশ্রা ওই নারী মডেলের অভিযোগপত্র গ্রহণ করেন এবং বিষয়টি খতিয়ে দেখে সুষ্ঠু তদন্তের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।