ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

এবার তাইওয়ানে যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত, নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৬, জুলাই ২৩, ২০১৪
এবার তাইওয়ানে যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত, নিহত ৫১

ঢাকা: মাত্র সপ্তাহখানেকের শোক না কাটিয়ে উঠতেই বিশ্ববাসীকে আবার শুনতে হলো যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর। এবার তাইওয়ানে ৫৮ জন যাত্রীবাহী ট্রান্স এশিয়ান এয়ারওয়েজের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

এতে নিহত হয়েছেন ৫১ জন এবং গুরুতর আহত হয়েছেন ৭ জন।

সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে বুধবার সন্ধ্যায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, জরুরি অবতরণে ব্যর্থ হয়ে দেশটির পেঙ্গু কাউন্টিতে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

তাইওয়ানের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ট্রান্সএশিয়া এয়ারওয়েজের ৫৪ যাত্রী ও চার ক্রুবাহী উড়োজাহাজটি বুধবার জরুরি অবতরণের সময় ব্যর্থ হলে বিধ্বস্ত হয়।

সংবাদ মাধ্যমগুলো বলছে, ম্যাংগং শহরে টাইফুনের কবলে পড়লে জরুরি অবতরণ করতে গিয়ে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

গত ১৭ জুলাই নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে কুয়ালালামপুরগামী ২৯৮ আরোহীবাহী মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ১৭ বিধ্বস্ত হলে সবাই নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।