ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরের প্রেসিডেন্ট পদে শপথ নিলেন সিসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, জুন ৮, ২০১৪
মিশরের প্রেসিডেন্ট পদে শপথ নিলেন সিসি

ঢাকা: মিশরের প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন আবদুল ফাত্তাহ আল সিসি। রোববার স্থানীয় সময় সকালে রাজধানী কায়রোর নীল নদ তীরবর্তী সাংবিধানিক আদালতে শপথ বাক্য পাঠ করেন তিনি।



সিসির শপথগ্রহণকে কেন্দ্র করে রোববার জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে রাজধানীসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে ৯৬.৬ শতাংশ ভোট পাওয়ায় সিসিকে প্রেসিডেন্ট পদে বিজয়ী ঘোষণা কর‍া হয়।

গত বছরের জুলাইয়ে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন সেনাপ্রধান আবদুল ফাত্তাহ আল সিসি।

এরপর মুরসি ও তার সমর্থক ব্রাদারহুডের নেতাকর্মীদের বিচারের মুখোমুখি করেন।

ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণাসহ দলটির হাজারোধিক নেতাকর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে সেনা নিয়ন্ত্রিত আদালত।

সিসির এ নির্বাচন প্রহসনের এবং সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়ে মিশরজুড়ে বিচ্ছিন্ন বিক্ষোভের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।