ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

স্পেনে নারী ‍রাজনীতিককে প্রকাশ্যে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫০, মে ১৩, ২০১৪
স্পেনে নারী ‍রাজনীতিককে প্রকাশ্যে গুলি করে হত্যা

ঢাকা: স্পেনের উত্তরাঞ্চলে এক শীর্ষ নারী রাজনীতিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।



ইসাবেল কারাস্কো (৫৯) নামে ওই নারী রাজনীতিক লিওন রাজ্যের প্রদেশিক সরকারের প্রধান। এছাড়া সরকারি পিপলস পার্টির (পিপি) এক কর্মী।

ফুটওভার ব্রিজ পারাপারের সময় তাকে গুলি করে হত্যা করা হয় বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

আটক দুই নারী স্থানীয় এক পুলিশ কর্মকর্তার স্ত্রী ও মেয়ে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

এদিকে, ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় সব ধরনের দাফতরিক কার্যক্রম স্থগিত করেছেন।

এ ঘটনায় বিরোধী দল স্যোশাইলিস্ট পার্টিসহ অন্যান দল শোক প্রকাশ করেছে এবং তাদের সব ধরনের প্রচারণা স্থগিত রাখার কথা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, মে ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।