ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে ২০ সেনাকে অপহরণ করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, মে ১১, ২০১৪
ইরাকে ২০ সেনাকে অপহরণ করে হত্যা

ঢাকা: ইরাকের উত্তরাঞ্চলে একটি ক্যাম্পের ২০ সেনা সদস্যকে অপহরণ করে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা।

রোববার দেশটির দুই পুলিশ কর্মকর্তা জানান, শনিবার দিনের শেষে উত্তরাঞ্চলীয় শহর মসুলের বাইরে আইন আল-জাহিশ শহরের একটি গ্রামের সেনা ক্যাম্পে হামলা চালিয়ে সৈন্যদের অপহরণের পর জঙ্গিরা এ হত্যাকাণ্ড চ‍ালায়।



তারা জানান, ২০ সৈন্যকেই একদম কাছ থেকে গুলি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

সরকারের একজন তথ্য কর্মকর্তা জানান, নিহত ১১ সৈন্যের হাত পেছনে বাধা ছিল এবং তাদের কপাল লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। স্পষ্টতই মনে করা হচ্ছে, হত্যা করার আগে তাদের অপহরণ করা হয়।

জঙ্গিদের একসময়কার শক্ত ঘাঁটি মসুল রাজধানী বাগদাদের ৩৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ১১, ২০১৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।