ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বেলুন বিস্ফোরণে দুইজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৫, মে ১১, ২০১৪
যুক্তরাষ্ট্রে বেলুন বিস্ফোরণে দুইজনের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি বেলুনে আগুন ধরে গিয়ে বিস্ফোরণ ঘটলে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ ঘটনায় নিঁখোজ অপর ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।



ভার্জিনিয়া রাজ্যের পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এতথ্য জানায়।

সংবাদ মাধ্যমগুলো জানায়, বেলুনটি শুক্রবার রাতে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে গিয়ে বিস্ফোরণ ঘটলে নিহতের এ ঘটনা ঘটে।

এদিকে, আগুনে পুড়ে যাওয়ায় নিহতদের চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। নিঁখোজ ব্যক্তির সন্ধানে শতাধিক উদ্ধারকর্মী কাজ করছে।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, মে ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।