ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

স্বায়ত্তশাসনের পক্ষে দোনেস্কের জনগণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫১, মে ১২, ২০১৪
স্বায়ত্তশাসনের পক্ষে দোনেস্কের জনগণ ছবি: সংগৃহীত

ঢাকা : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রাজ্য দোনেস্কের জনগণ স্বায়ত্তশাসনের পক্ষে ভোট দিয়েছে। ওই অঞ্চলে ৯০ ভাগ ভোটার স্বায়ত্তশাসনের পক্ষে রায় দিয়েছে বলে দাবি করেছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা।



নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, ৭৫ ভাগ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যাদের ৮৯ ভাগ স্বায়ত্তশাসনের পক্ষে রায় দিয়েছে।

কমিশন আরও বলেছে, ভোটারদের ১০ ভাগ স্বায়ত্তশাসনের বিপক্ষে ভোট দিয়েছেন।

তবে ইউক্রন  এ গণভোটকে রাশিয়া পরিচালিত ফৌজদারি অপরাধ বলে মন্তব্য করেছে।

অপরদিকে পশ্চিমা বিশ্বও এ গণভোটের নিন্দা জানিয়েছে।

বিশৃঙ্খলা ও  সহিংসতার মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে ইউক্রেন সরকারের সশস্ত্র বাহিনীর হামলায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

বাংলাদেশ সময় : ০৫৪৪ ঘণ্টা, মে ১২, ২০১৪

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।