ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় দুই দফায় হামলায় নিহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, এপ্রিল ২৯, ২০১৪
সিরিয়ায় দুই দফায় হামলায় নিহত অর্ধশতাধিক ছবি: সংগৃহীত

ঢাকা: মঙ্গলবার সিরিয়ায় দুই দফায় হামলা চালানো হয়েছে। হামলায় নিহত হয়েছে অর্ধশতাধিক।



সর্বশেষ সিরিয়ার হোমস শহরে বিস্ফোরণে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। এছাড়া এই গাড়ি বোমা হামলায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

এর আগে দামেস্কে মর্টার হামলায় ১৪ জন নিহত ও ৮০ জন আহত হয়েছিল।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পুনরায় নির্বাচনের লড়ার জন্য নিবন্ধন করার একদিন এ হামলার ঘটনা ঘটল। এছাড়া আরো বিভিন্ন শহরে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।