ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে বিমান বিধ্বস্তে ৬ মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, ডিসেম্বর ১৭, ২০১৩
আফগানিস্তানে বিমান বিধ্বস্তে ৬ মার্কিন সেনা নিহত

ঢাকা: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে জাবুল প্রদেশে একটি বিমান বিধ্বস্ত হয়ে ছয় মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (ইসাফ)।

বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ এখনও জানা না গেলেও এ নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানায় তারা।



প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, বিধ্বস্ত হওয়ার অঞ্চলে শত্রুদের কোনো তৎপরতা নেই।

জাবুলের ডেপুটি গভর্নর সংবাদ সংস্থা এপিকে বলেন, প্রত্যন্ত সাজাউ শহরে ন্যাটোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ নিহতদের জাতীয়তা শনাক্ত করেছে।

এ বছরের শুরুতে ইসাফ আফগান বাহিনীর কাছে দেশটির নিরাপত্তার সকল দায়িত্ব সমর্পণ করলেও দেশটিতে এখনও প্রায় ৯৭ হাজার বিদেশি সেনাসদস্য রয়েছে।

প্রায় ৫০টি দেশ থেকে সেনাসদস্য নিয়ে মার্কিন নের্তৃত্বাধীন পাশ্চাত্যের সামরিক জোট ন্যাটোর বাহিনী গঠিত।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।