ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে পুলিশের গুলিতে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, ডিসেম্বর ১৬, ২০১৩
চীনে পুলিশের গুলিতে নিহত ১৪

ঢাকা: চীনের মুসলিম অধ্যুষিত ঝিংজিয়াং প্রদেশে পুলিশের গুলিতে ১৪ জন নিহত হয়েছেন। রোববার দিন শেষে প্রদেশের কাশগর এলাকায় এ সহিংসতা ঘটে বলে ‍জানা গেছে।



রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সংবাদ সাইট জানান, পুলিশ গ্রেফতার অভিযান ‍চালালে তাদের ওপর হামলা হয়। আত্মরক্ষা করতে পুলিশ গুলি ছুড়লে ১৪ জন নিহত হয়। অস্ত্রধারীদের হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছে।

মুসলিম উইঘুর সম্প্রদায় অধ্যুষিত। ওই এলাকায় সহিংসতার জন্য উগ্রপন্থি মুসলমানদের দায়ী করে চীনা কর্তৃপক্ষ।

গত মাসে কাশগারে একটি পুলিশ স্টেশনে হামলায় ৯ বেসামরিক নাগরিক ও দুই পুলিশ নিহত হয়।

চীনের ওই অংশে কঠোর নিয়ন্ত্রণ থাকায় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবির সত্যতা যাচাই করা খুবই কঠিন।
উইঘুর সম্প্রদায় নির্যাতন-নিপীড়ন আর বৈষম্যের স্বীকার বলে অভিযোগ করে আসছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।