ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মহাকাশ থেকে ফিরল ইরানের বানর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, ডিসেম্বর ১৫, ২০১৩
মহাকাশ থেকে ফিরল ইরানের বানর

ঢাকা: মহাকাশে বানর পাঠিয়েছিল ইরান, সে বানর আবার সুস্থ শরীরে পৃথিবীতে ফিরেও এসেছে। এ নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো মহাকাশে বানর পাঠাল ইরান।



ইরানের রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, শনিবার মহাকাশে পাঠানো বানরটি সুস্থ শরীরে পৃথিবীতে ফিরে আসার পর প্রেসিডেন্ট হাসান রুহানি এ সফল কর্মসূচির জন্য মহাকাশ বিজ্ঞানীদের অভিনন্দিত করেছেন।

খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে একটি ইভেন্টে রুহানি বলেছেন, ইরানের সফলভাবে এ রকেট উৎক্ষেপণ পশ্চিমা সম্প্রদায় ও উপসাগরীয় কিছু রাষ্ট্রসমূহের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে কেননা তারা ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে চিন্তিত।

তিনি আরও জানিয়েছেন, বানরটির নাম ফারগাম। আর সে পৃথিবীতে নিরাপদেই ফিরে এসেছে।

ইরানের মহাকাশ কর্মসূচি নিয়ে ইতোমধ্যেই চিন্তিত হয়ে পড়েছে পশ্চিমা সম্প্রদায়। তারা মনে করছে, ইরান এই প্রযুক্তি ব্যবহার করে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করবে।

গত জানুয়ারিতে প্রথমবারের মতো মহাকাশে বানর পাঠায় ইরান। তবে প্রথমবার বানর পাঠানো নিয়ে বিতর্ক রয়েছে। কেননা, বানরটি পৃথিবীতে ফিরে আসার পর ছবিতে বানরের বদলে দেখা গিয়েছিল অন্য প্রাণী। তারও আগে, ২০১১ সালে মহাকাশে ইরানের বানর পাঠানোর একটি প্রচেষ্টা ব্যর্থ হয়।
২০১০ সালে মহাকাশে ইঁদুর, কচ্ছপ ও কীট পাঠিয়েছিল ইরান।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।