ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের গুপ্তচর আটকের দাবি জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৬, ডিসেম্বর ১৪, ২০১৩
যুক্তরাজ্যের গুপ্তচর আটকের দাবি জানাল ইরান

ঢাকা: দেশের দক্ষিণ-পূর্বে কেরমান শহরে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬-এর এক গুপ্তচরকে আটকের দাবি করেছে ইরান।

পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে উভয় দেশ।

ঠিক এরই মধ্যে এমন দাবি করল ইরান। তবে ওই গুপ্তচরের নাম প্রকাশ করেনি তারা।

কিরমানের বিশেষ আদালত রেভ্যুলেশনারি কোর্টের প্রধান বলেন, অভিযুক্ত ওই গুপ্তচর দেশ ও দেশের বাইরে যুক্তরাজ্যের চারজন গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে ১১ বার যোগাযোগ করেছে।

তিনি বলেন, ওই গুপ্তচর দোষ স্বীকার করেছেন।

এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল বলেও জানান তিনি।

তবে এ ব্যাপারে যুক্তরাজ্যের পররাষ্ট্র কার্যালয় কোনো মন্তব্য করে নি।

ইরান প্রায়ই বিদেশি গুপ্তচর আটকের দাবি করে। কিন্তু বেশিরভাগ সময়ই কয়েক মাস পরে অভিযোগ প্রত্যাহার করে আটককৃতদের মুক্তি দেয় তারা।

ইরানের পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে আন্দোলনের মুখে ২০১১ সালে তেহরান থেকে এর দূতাবাস সরিয়ে নেয় যুক্তরাজ্য।

এদিকে, নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য ইরানের এক বিশেষ দূত গত সপ্তাহে যুক্তরাজ্যে সফর করেন। ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে এক অস্থায়ী চুক্তির ভিত্তিতেই এই সফর করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।