ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মুম্বাইয়ে ২৬ তলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, ডিসেম্বর ১৪, ২০১৩
মুম্বাইয়ে ২৬ তলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৭

ঢাকা: ভারতের মুম্বাইয়ে একটি ২৬ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত হয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে। শনিবার সকালে দমকল বাহিনীর কর্মকর্তারা এ মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করেন।



শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ মুম্বাইয়ের অভিজাত কেম্পস কর্নার এলাকায় ২৬ তলা আবাসিক ভবনটির ১২ তলায় আগুনের সূত্রপাত হয়। ওই তলা থেকে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।

উদ্ধার অভিযান পরিচালনা করার সময় দমকল বাহিনীর ছয় কর্মী আহত হন বলেও জানা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে ওই ভবনের সাত বাসিন্দার মৃত্যু ঘটেছে। নায়ার হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছেন। মৃতদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করা গেছে। পুড়ে যাওয়ার কারণে বাকিদের শনাক্ত করা যায়নি।

অগ্নিকাণ্ডের সময় দমকল বাহিনীর ১৪টি গাড়ি, সাতটি জলকামান কয়েক ঘণ্টা চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।