ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মোদি জোকার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, ডিসেম্বর ১০, ২০১৩
মোদি জোকার!

ঢাকা: আসন্ন ২০১৪ সালের জাতীয় নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী হচ্ছেন তিনি। সেই নরেন্দ্র মোদিকেই কিনা ‘জোকার’ আখ্যা দিলেন ক্ষমতাসীন কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী মণিশঙ্কর আইয়ার!

মঙ্গলবার সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) দেওয়া এক সাক্ষাৎকারে মণিশঙ্কর বলেন, মোদি যে ধরনের অশোভন ভাষা ব্যবহার করেন, তাতেই প্রমাণ হয় তিনি কত বড় জোকার!

ইতিহাস আর অর্থনীতিতে মোদির কোনো জ্ঞান নেই বলে মন্তব্য করেন কংগ্রেসের সাবেক এই মন্ত্রী।



উল্লেখ্য, সম্প্রতি চার বিধানসভা নির্বাচনে পরাজয়ের জের ধরে কার্যত মুখথুবড়ে পড়েছে ক্ষমতাসীন কংগ্রেসের অবস্থান। গেরুয়াঝড়ের কাছে উড়ে গেছে কংগ্রেসের সব রকমের প্রতিরোধ।

ব্যালটবক্সে মোদির দল বিজেপির কাছে পরাজয়ের পর কংগ্রেস এবার মৌখিক আক্রমণেই নামলো বুঝি!

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।