ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

তেজপাল আরও ৪দিন পুলিশ হেফাজতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, ডিসেম্বর ৭, ২০১৩
তেজপাল আরও ৪দিন পুলিশ হেফাজতে

ঢাকা: তেহেলকার সম্পাদক তরণ তেজপালকে আরও চারদিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

গত মাসে গোয়ায় তেহেলকার একটি অনুষ্ঠানে এক সহকর্মীর অনিচ্ছা সত্ত্বেও শারীরিক সম্পর্ক করার অভিযোগে গত শনিবার তাকে গ্রেফতার করা হয়।



শনিবার তেহেলকার সদ্য পদত্যাগ করা ব্যবস্থাপনা সম্পাদক সোমা চৌধুরীর জবানবন্দি নেওয়ার কথা গোয়া পুলিশের।

তরুণ তেজপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর গত মাসে পদত্যাগ করেন সোমা চৌধুরী।

অভিযোগকারী ওই নারী সাংবাদিক জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তিনি সোমা চৌধুরীকে ইমেইল করে জানিয়েছেন।

ফাঁস হওয়া ওই ইমেইলটির সূত্র ধরে তদন্ত এগিয়ে গোয়া পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।