ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মাঝআকাশে আবারও বিপত্তি এয়ার ইন্ডিয়ার প্লেনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, জুলাই ২৫, ২০২৫
মাঝআকাশে আবারও বিপত্তি এয়ার ইন্ডিয়ার প্লেনে এয়ার ইন্ডিয়া

বিপত্তি যেন ছাড়ছেই না এয়ার ইন্ডিয়ার প্লেনের। রাজস্থানের জয়পুর বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে উড্ডয়নের ১৮ মিনিট পরই ফিরিয়ে আনা হয় ফ্লাইটটি।

হঠাৎ ‘ইউটার্ন’ নেওয়ার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটে জয়পুর বিমানবন্দর থেকে মুম্বইগামী একটি ফ্লাইট উড়াল দেয়। আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্য অনুযায়ী, কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটি ফিরে আসে জয়পুরে। ট্র্যাকিংয়ে ফ্লাইটটির পাশে লেখা দেখা যায় -‘ডাইভার্টেড টু জয়পুর’।

তবে মাঝআকাশ থেকে কেন বিমানটি হঠাৎ ঘুরে ফিরে এল, তা নিয়ে দিনভর কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।  

তবে বিমানবন্দর সূত্র জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইলট বিমানটি অবতরণের সিদ্ধান্ত নেন।

এই ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে এয়ার ইন্ডিয়ার নিরাপত্তাব্যবস্থা। সম্প্রতি একের পর এক ঘটনায় বিমানের ভরসাযোগ্যতা নিয়ে উদ্বেগ বাড়ছে যাত্রীদের মধ্যে।

এর আগে গত সোমবার দিল্লি থেকে কলকাতাগামী এআই ২৪০৩ ফ্লাইটের যাত্রা বাতিল হয় শেষ মুহূর্তে।  

পরের দিন মঙ্গলবারও হংকং থেকে দিল্লিতে আসা এআই ৩১৫ ফ্লাইট অবতরণের কিছুক্ষণের মধ্যেই বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন ধরে যায়। তখন যাত্রীরা বিমান থেকে নামছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ইউনিটটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, যা প্রযুক্তিগতভাবে আগেই স্থাপন করা ছিল।

পরপর এয়ার ইন্ডিয়ার এমন ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।