ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

যান্ত্রিক সমস্যায় যুক্তরাজ্যের ফ্লাইট সিডিউল বিপর্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, ডিসেম্বর ৭, ২০১৩
যান্ত্রিক সমস্যায় যুক্তরাজ্যের ফ্লাইট সিডিউল বিপর্যস্ত

ঢাকা: বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রে সমস্যার কারণে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ফ্লাইটের সিডিউল বিপর্যয় ঘটেছে।

হিথ্রো, স্ট্যানস্টেড, কার্ডিফ, ডাবলিন ও গ্লাসসো ফ্লাইটের সিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে।

ব্রিটিশ জাতীয় বিমান চলাচল নিয়ন্ত্রণ সেবা (ন্যাটস) জানিয়েছে, হ্যাম্পশায়ারস্থ সোয়ানউইক সেন্টার নৈশকাল থেকে দিনের কার্যক্রম চালানোর ক্ষেত্রে ‘সমস্যায়’ পড়েছে।

পরিচালনা পরিচালক জুলিয়েট কেনেডি বলেছেন, এর আগে এমনটি ঘটেনি। আর সমস্যার সমাধান কখন হবে আমরা সেটি বলতে পারছি না।

তবে প্রকৌশলীরা দ্রুত সমস্যা সমাধান করতে পারবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।